নিস্পাপ যৌবন…
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হােক মানবতার মুক্তির দিশারী দোজাহানের কাণ্ডারি জনাৰে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সায়া ত্যাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুমের উপর।
নির্লজ্জতা : বর্তমান যুগের ভয়ানক ফেতনা।
প্রত্যেক যুগেই নানা ধরনের ফেতনা থাকে। বর্তমান যুগেও আছে। এ যুগের সবচেয়ে ভয়ানক ফেতনা হলাে নির্লজ্জতা। আমাদের নতুন প্রজন্ম ও যুবসমাজ অশ্লীলতা ও উলঙ্গপনার জোয়ারে ভেসে যাচ্ছে। অবাধ তথ্যপাচারের এ যুগে টিভি, ভিসিডি, ডিসিয়ার, ডিশ, ক্যাবল আর ইন্টারনেটের নেশায় মত্ত হয়ে যুবসমাজ নিজেদের ইতিহাস-ঐতিহ্য ভুলে গিয়েছে। নফস ও শয়তানের ধোঁকায় পড়ে আছে। পাশ্চাত্যের ফ্যাশন আর বেহায়াপনার অপূজারী হয়ে গেছে। তারা চায় না তাদের উপর কোনাে ধরনের নিয়ম-শৃংখলা, পাবন্দী বা বাধ্যবাধকতা থাকুক। তারা স্বাধীনভাবে অবাধ জীবন পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বােধ করে। নাতি ও শৃংখলা বিরােধী এ যুবসমাজ শরীয়তকে নিজেদের লাগামহীন অনিয়ন্ত্রিত জীবনাচারের প্রতি মনে করে।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.