4 টি বই রয়েছে
সুকুন পাবলিশিং
পাহাড় বেঁয়ে নেমে আসা একটি কলকল ধ্বনির ঝর্ণা।টলটলে পানির সেই ঝর্ণা যেন প্রাকৃতিক আয়নার মতো—নিজের চেহারা দেখা যায়। যতোখানি পথ যায়, সেই ঝর্ণা ধুঁয়ে-মুছে যায় সবকিছু। পাহাড়ের গায়ে জমে থাকা শ্যাওলা, জমতে থাকা ধুলো কিংবা স্তুপাকার হয়ে থাকা আবর্জনা—স্রোতের টানে সমস্তটাকেই ভাসিয়ে নিয়ে যায় সে। স্রোতের এই কাজ ঝর্ণার চারপাশে এনে দেয় একটা শুদ্ধতা এবং সজীবতার আবহ। যেন চারপাশে প্রশান্তি লাভের সমস্ত আয়োজন।
সুকুন শব্দের অর্থ হলো প্রশান্তি। সুকুন পাবলিশিং ঝর্ণার সেই স্রোতের কাজটাই করতে চায় যা আমাদের অন্তরে জমা অবাধ্যতার শ্যাওলা, অশুদ্ধতার ধূলো এবং অশ্লীলতার আবর্জনাকে ধুয়েমুছে দিবে। অন্তরগুলোকে ভরে তুলবে প্রশান্তিতে। আমাদের হৃদয়-মন হবে সেই ঝর্ণাপাড়ের মতো যার চারপাশে বিরাজ করে শুদ্ধতা আর সজীবতার অপার্থিব আবহ…