শেষ পরিণতি
কিশাের বন্ধুরা! এ গল্পটা অনেক দিনের পুরানাে। কতদিনের তা কেউ বলতে পারে না। তবু এর মধ্যে সুন্দর একটা ব্যাপার আছে যা খুবই চমৎকার, অনেক পুরানাে হলেও গল্পটা এখনাে কেউ ভুলে যায়নি। সেই গল্পটি যদি তােমাদের শােনাই তবে কেমন হয়? দেখ তাে গল্পটা তােমাদের কেমন লাগে।
অনেক অনেক দিন আগে এক দেশে দুইজন সওদাগর ছিলেন। তারা ছিলেন যেমন ধনী তেমনি মানুষের বিশ্বাসভাজন। ব্যবসায়ী হলেও তাদের দুজনের মধ্যে খুব | ভাব-ভালােবাসা ছিল। দু’জনেই সুন্দরী দেখে খুব ভালাে। পরিবারের মেয়ে বিয়ে করেছিলেন। তাদের মনের মিলকে আরাে বাড়িয়ে দিতে আল্লাহ যেন একজনের ঘরে এক অনিন্দ্য সুন্দর ছেলে এবং অপরজনের ঘরে এক অপূর্ব সুন্দরী মেয়ে দিয়েছিলেন। দুজনেই আশা করেছিলেন, এই দু’জন | ছেলে-মেয়ের মধ্যে বিয়ে দিয়ে তাদের সম্পর্কের আরাে উন্নতি ঘটাবেন। কিন্তু মনে মনে ভাবলেও কেউ কাউকে মুখ ফুটে এ কথা প্রকাশ করেননি।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.