একবিংশের কবি
একবিংশের কবি আমি ভাই গাহি কাব্যের গান
সত্যিকারের কাব্যের আজি ঘটিয়াছে অবসান।
কবি নামধারী জুয়াড়ীরা সব পদ্যে করিয়া হেলা
পদ্যের নামে গদ্য লেখার বসিয়েছে জুয়াখেলা।
ছন্দ-গন্ধ রুচি-রসনার দিয়াছ নির্বাসন
শুষ্ক-নিরস চিবানাে মাংসে চালিয়েছে চর্বণ
এলােমেলাে কেশ পাগলের বেশ পায়ে খড়মের চটি
এখানে ওখানে সবখানে শুধু কবিদের ছুটোছুটি।
কন্ধে ঝুলানাে থলেগুলাে সব নল কাব্যে ঠাসা
অভিধান থেকে চুরি করে আনা লােহা-লক্কর ভাষা।
লিখিয়াছে কি যে, বােঝে না সে নিজে, পাঠকেরা গাে-বেচারা
এমনি করিয়া হাল যামানার চলিছে কাব্যধারা।
আগেকার কবি কতাে সে কাব্য রহিয়াছে অবিরাম
বর্তমানের ভণ্ডেরা তার দিয়াছে কি কোনাে দাম?
কতাে সংগ্রাম কতাে বিপ্লব ঘটায়েছে কবিকুল
কাব্যরণের তুলিয়াছে ঝড় বিদ্রোহী নজরুল।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.