বুদ্ধির জয় সবখানে
অনেক দিন আগের কথা। নির্জন এক মাঠের প্রান্তরে একটি ইবাদতখানা। সেখানে বনী ইসরাইলের এক লােক আল্লাহর ইবাদত-বন্দেগি করে। জিকির-আজকার করে। এভাবেই তার একাকী দিন কাটে। লােকালয়ে। যেতে হলে তার জন্য রয়েছে একটি গাধা।
এই নির্জন প্রান্তরে একদিন আসমান ভরে বৃষ্টি হলাে। এতদিনের নীরস ভূমি অদ্র ও উর্বর হয়ে উঠল। দেখতে দেখতে কয়েক দিনের মধ্যে চারপাশ ভরে উঠল মনােরম সবুজ সতেজ ঘাস ও তৃণলতায়। লােকটির গাধা সেখানে তখন চরে বেড়াচ্ছে। ঝকঝকে সুবুজ ঘাস খেয়ে ভীষণ মজা পাচ্ছে। এটা দেখে লােকটি সরল মনে হঠাৎ বলে উঠল, “হে আল্লাহ, আপনার যদি কোনাে গাধা থাকত, তা হলে আমার গাধাটির সাথে আমি সেটিও এই সতেজ তকতকে তৃণভূমিতে চরিয়ে বেড়াতাম।’
কথাটি কানে কানে তখনকার উপস্থিত নবীর নিকটও পৌছে। নবী আলাইহিস সালাম এ ধরনের কাণ্ডজ্ঞানহীন’ উদ্ভট কথা শুনে ভীষণ রাগান্বিত। হলেন। লােকটির ওপর বদদুআ করার ইচ্ছা করলেন। কিন্তু আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীর নিকট ওহী পাঠিয়ে বললেন, ‘(লােকটি আসলে বােকা। বদদুআর প্রয়ােজন নেই।) আমি আখেরাতে বান্দাদের প্রতিদান দেব তাদের আল বা বুদ্ধিমত্তার পরিমাণ অনুপাতে।’ (শুয়াবুল ঈমান : ১৬৩)
মুয়াবিয়া ইবনে কুররা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাদের বুদ্ধিমত্তার পরিমাণ অনুপাতে ভালাে কাজ করে।’ (আলআকসু ওয়া ফাহ ইবনে আবিদ-দুনইয়া)
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.