অর্থ : আপনি বলুন, যদি তােমরা আল্লাহকে ভালােবাস, তা হলে আমাকে অনুসরণ করাে; তা হলে আল্লাহ তােমাদের ভালােবাসবেন এবং তােমাদের গুনাহ মাফ করবেন। [সূরা আলে ইমরান : ৩১]
একজন আল্লাহপ্রেমিকের সবচেয়ে বড় পরিচয় হলাে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করে। তাঁর অনুসরণই আল্লাহর মহব্বত ও মাগফেরাতের চির কাজিত সুসংবাদ শােনাতে পারে। আর সর্বজনবিদিত কথা হলাে, উদ্দেশ্য যত বড়, তা অজন করতেও তত বড় কোরবানি ও মুজাহাদার প্রয়ােজন হয়।
আল্লাহ তােমাদের ভালােবাসবেন; আল্লাহ তােমাদের মাফ করে দেবেন—এ দুটো সুসংবাদ একজন মুসলমানের জন্য যারপরনাই গুরুত্ববহ, এটাই জীবনের পরম পাওয়া। জীবনের সব ক্ষেত্রে নবী-আদর্শের পুরােপুরি অনুসরণ এবং পুঙ্খানুপুঙ্খ তার সুনাতের পাবন্দি এত কঠিন কোরবানি, যা সবার পক্ষে অর্জন সম্ভব নয়। সুন্নাতের এ পথে চলতে গেলে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, পদে পদে বাধা-বিপত্তি আসে। কোথাও ব্যক্তি-সুবিধা, কোথাও সামাজিক রীতি-নীতি, আবার কোথাও বংশীয় আচার-অনুষ্ঠান, কোথাও পূর্বপুরুষদের রেওয়াজ-রুসম এ পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনাে বন্ধুদের মন রক্ষা কিংবা বিজাতীয় রীতির অনুসরণ করতে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের হবো-অনুসরণে ভাটা পড়ে।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.