তালহা ইবনে উবাইদুল্লাহ আত-তাইমী
(রাযিয়াল্লাহু তাআলা আনহু)
প্রকৃতপক্ষে শাহাদাতপ্রাপ্ত—শহীদ, অথচ জমিনের ওপর চলমান—এমন ব্যক্তিকে দেখে যদি কেউ খুশি হতে চায়, সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে।
-মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তালহা ইবনে উবাইদুল্লাহ আত-তাইমী কুরাইশী এক বাণিজ্যকাফেলার সঙ্গে যাচ্ছিলেন শাম দেশের উদ্দেশে। কাফেলা যখন সিরিয়ার বাণিজ্যকেন্দ্র বুসরা (ইরাকের বাণিজ্য-বন্দর ‘বসরা’ নয়) এসে পৌঁছল তখন কুরাইশের পােড়-খাওয়া ঝানু ঝানু ব্যবসায়ীরা সেখানে ব্যস্ত বাজারে ঢুকে কেনাবেচা শুরু করে দিলেন।
তালহা ইবনে উবাইদুল্লাহ যদিও ছিলেন অল্পবয়সী তরুণ এবং ব্যবসায় তার ছিল না কোনাে পূর্ব অভিজ্ঞতা, তথাপি তার তীক্ষ্ণ মেধা ও দূরদর্শিতার কারণে এমনভাবে কেনাবেচা করলেন—যা তাকে অভিজ্ঞ ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দেওয়ার সুযােগ করে দেয়। শুধু তা-ই নয়, বরং ব্যবসায় তিনি ঝানু ব্যবসায়ীদের চেয়েও বেশি মুনাফা করতে সক্ষম হন।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.