‘তৃষ্ণা মেটে না মোর’—কবি মুহিব খানের নতুন কবিতার বই। প্রায় চার বছর পর আবারও নতুন বই নিয়ে পাঠকের সামনে হাজির এমন এক কবি—যিনি তার সব পরিচয়ের উর্ধ্বে কবি পরিচয়কে তুলে ধরেন সগর্বে। জাগ্রত কবি হিসেবে বরিত তুমুল জনপ্রিয় এ কবি ‘আল কুরআনের কাব্যানুবাদ’ করে নিজের খ্যাতিকে বৌদ্ধিকতায়ও উত্তীর্ণ করেছেন। কবি যে শুধু মনের প্রেম-বিরহ-ভালোবাসাকেই কাব্যরূপ দেন না, আল্লাহর বাণীকেও বাঙলা ভাষায় করে তোলেন ললিত, নন্দিত ও শিল্পরূপময়, এ কবি তা দেখিয়েছেন। এর পর তার প্রতিটি কাজের দিকেই মনোযোগ ফেরাবার রয়েছে বিপুলতর প্রয়োজন।কবিরা তৃষ্ণাকেই বাঁচে, আবার তৃষ্ণাতেই মরে। কবিতার জন্য যেমন জীবন প্রয়োজন, তেমনি প্রয়োজন মৃত্যু। প্রাণের এইসব টানাপোড়েন নিয়ে কবি মুহিব খান লিখেছেন—‘কত দিন হল সন্ধ্যে আমার/কত রাত হল ভোর! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!…তিনি এ কাব্যের ভূমিকায় লিখেছেন, ‘কবিতা কোনো দায় নয়, দায়মুক্তি। কিছু কবিতা নিতান্তই স্বগতোক্তি। এর আগে বা পরে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। থাকতেও নেই। কবিতা কবিতাই।’জীবনের আকুল তৃষ্ণা ও সকরুণ বেদনাবোধ—প্রেম, বিরহ, হৃদয়ের ব্যকুলতা ও মানবিক যাতনা— সর্বোপরি কবি তার হৃদয়ে সঞ্চিত সকল তৃষ্ণা ও হাহাকার এখানে গেঁথে দিয়েছেন নিবিড় মগ্নতায়।চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে কবি মুহিব খানের নতুন কবিতাবইয়ে কবিতাপ্রেমীদের স্বাগত!
বিষয়: Book #113
তৃষ্ণা মেটে না মোর
লেখক : | মুহিব খান |
---|---|
প্রকাশনী : | রাহনুমা প্রকাশনী |
বিষয় : | Book |
140.00৳ Original price was: 140.00৳ .77.00৳ Current price is: 77.00৳ .
You save 63.00৳ (45%)
বই | তৃষ্ণা মেটে না মোর |
---|---|
লেখক | মুহিব খান |
প্রকাশক | রাহনুমা প্রকাশনী |
সংস্করণ | 1st Edition, 2023 |
পৃষ্ঠা সংখ্যা | 96 |
দেশ | বাংলাদেশ |
মুহিব খান
বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সুবক্তা, টিভি আলােচক ও উপস্থাপক। একজন উদারপন্থী চিন্তাবিদ, দার্শনিক এবং প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত। তার কবিতা ও সংগীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। জীবন, প্রকৃতি, প্রেম-বিরহ ও তাত্ত্বিক রহস্যের ব্যতিক্রমী উপাদানও ফুটে ওঠে তার রচনায়। বাংলাদেশের বিপুল জননন্দিত জাতীয় কণ্ঠশিল্পীদের অনেকেই গণমাধ্যমে তার লেখা গান পরিবেশন করেছেন। গণমাধ্যমে এবং দেশ বিদেশের শত শত মঞ্চে ময়দানে মিলনায়তনে অনবদ্য বক্তৃতা, কবিতা ও সংগীতে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি নিজেও। তার কথা-সুরে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উদ্দীপনা সংগীত এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তারক্ষী বাহিনীর জন্য দলীয় সংগীতও রয়েছে। তিনি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ধর্মীয় টিভি চ্যানেল ইসলামিক টিভির প্রথম অনুষ্ঠান নির্বাহী ছিলেন। দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক-নন্দিত জাতীয় সাপ্তাহিক লিখনীর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইসলামিক কালচারাল ইনস্টিটিউট (আইসিআই) এবং ‘হলি মিডিয়া' নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর নিয়মিত শিল্পী, আলােচক এবং বিভিন্ন জাতীয় প্রতিযােগিতা ও রিয়েলিটি শাে’র সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করে থাকেন। তার প্রকাশিত এবং প্রকাশিতব্য গ্রন্থের মধ্যে- লাল সাগরের ঢেউ, প্রাণের আওয়াজ, অচিনকাব্য, নতুন ঝড়, আমার গান, মুরাকাবা (আত্মদর্শনের তত্তরহস্য), সুন্দর গল্প, প্রেম বিরহের মাঝে, শিশুপাঠ, পৃথিবীর পথে, রাষ্ট্রচিন্তা, প্রচ্ছদ প্রসঙ্গ, সরল সংলাপ, মেঘে ঢাকা সুন্নাত ও আল কুরআনের কাব্যানুবাদ অন্যতম। প্রকাশিত সংগীত এলবামের মধ্যে সীমান্ত খুলে দাও, দিনবদলের দিন এসেছে, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতান, আবার যুদ্ধ হবে, নতুন ইশতেহার আসছে ও দাস্তান-ই মুহাম্মাদ উল্লেখযােগ্য। তিনি যুক্তরাজ্য, মালয়েশিয়া, সৌদীআরব, বাহরাইনসহ বেশকিছু দেশ ভ্রমণ করেছেন। দেশে ও বহিবিশ্বে তিনি “একবিংশের কবি’ ও ‘জাগ্রত কবি’ উপাধিতে বিপুল সমাদৃত এবং মুসলিম উম্মাহর জাতীয় কবি' উপাধিতেও ভূষিত। এ যাবত তার অর্জিত পুরস্কার ও সম্মাননার পরিমাণ কম নয়। শিক্ষাজীবনে তিনি ইসলামিক স্টাডিজ এন্ড এ্যারাবিক (তাকমীল) এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রী অর্জন করেন। বর্তমানে ইতিহাস দর্শন সংস্কৃতি ও ধর্মতত্ত্ব বিষয়ে উচ্চতর গবেষণায় রত আছেন।
Related products
বিজয়ী কাফেলা
ড. ইউসুফ আল কারযাভী
গল্পে গল্পে ছোটোদের হাদিস
মুহম্মদ আবু সুফিয়ান
উমার রাযিয়াল্লাহু আনহুর সমর্থনে অবতীর্ণ আয়াতসমূহের প্রেক্ষাপট
মুফতি মুহাম্মদ সাইফুল্লাহ মুরতযা
দুই মেরুর হয় নাকো দেখা (গল্পে গল্পে বিজ্ঞান-১)
ড. উম্মে বুশরা সুমনা
ইজ মিউজিক হালাল?
ড. গওহর মুশতাক
খুশু-খুযু
আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ.
খিলাফত ও রাজতন্ত্র
ইমাম ইবনু তাইমিয়া রহ.
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.