ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ওহী নাযিলের মাধ্যমে এই বিধানকে প্রতিষ্ঠিত করেছেন এবং নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় পরিবারে নিবিড়ভাবে চর্চা করে এই বিধানকে গোটা উম্মতের জন্য ‘অনিবার্য’ করে গেছেন বিধান নাযিলের শুরুর দিন থেকেই।
পর্দার বিধান নাযিলের বহুবিধ কারণ উল্লেখ করা যায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটা হলো—নারীর বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশমান হওয়া থেকে বিরত রাখা। সৃষ্টির সূচনালগ্ন হতে আজ পর্যন্ত, সমাজে অশ্লীলতা আর পাপাচারের যতো ঘনঘটা দেখা গেছে, তার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে দুটো প্রধান কারণ। প্রথমত পুরুষের লোলুপতা এবং দৃষ্টির অসংযত অবস্থা, দ্বিতীয়ত নারীর রূপ লাবণ্যের অবাধ প্রকাশ। এই দুটো কারণ যখন একসাথে হয়, তখনই অনাচার আর পাপাচারে ভরে উঠে সমাজ আর নষ্ট হয় সভ্যতার সম্প্রীতি।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.