মা হয়ে উঠা বিশাল একটা ব্যাপার এবং এর অনুভূতি সত্যিই অসাধারণ। সন্তানের জন্য আমরা কত রাত নির্ঘুম কাটিয়েছি, কত অর্থ তাদের পেছনে ব্যয় করেছি, কতটা সময়, শ্রম ও কষ্ট তাদের জন্য বরাদ্দ করেছি—এসব দিয়ে মাতৃত্বের বিশালতাকে কখনোই পরিমাপ করা যায় না। বরং সন্তানের কাছে কতোটুকু কাছের, কতোখানি আপন হয়ে উঠতে পেরেছি সেটাই মুখ্য বিষয়।
সন্তানদেরকে সত্যিকার মুসলিম হিসেবে বড় করে তোলা বাবা-মা’র সবচেয়ে বড় দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ কাজটি আন্তরিকতার সাথে পালনের জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম বাবা-মা হিসেবে কবুল করে নেন সেই দোয়া করতে হবে।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.