অনুবাদকের কথা
প্রথম প্রকাশ
সর্বদিক বিবেচনায় ইলম অন্বেষণে সফরের গুরুত্ব ও ফায়দা অপরিসীম। কিছু তো কোরআন-হাদিস দ্বারা স্বীকৃত, তাছাড়া অভিজ্ঞতা দ্বারাও বুঝা যায় ‘রিহলা’র ফজিলত ও গুরুত্ব। সুতরাং এই বিষয় নিয়ে শিক্ষার্থীদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরা সময়ের দাবি ছিল। সে শূণ্যতা অনুভব করেছি কয়েকবছর ধরে। দুর্ভাগ্যবশত কেউ এই বিষয়ে স্বতন্ত্র কাজ করেনি। করলেও চোখে আসেনি।
ইতিমধ্যে আমার পড়াশোনা একটা পর্যায় পৌঁছেছে। মনের কোণে বহির্দেশে ভ্রমণ করে উচ্চতর ইলম অন্বেষণের শখও পুষে রেখেছি বহুদিন। যেহেতু পড়াশোনার এ পর্যায়ে সমাজের রুসুম হল, স্মৃতি স্মারক স্বরূপ কিছু একটা করা; একটু ভিন্নতা রক্ষার্থে কোন বই প্রকাশের ইচ্ছাও দেখা দিল। কিন্তু কি করব? তা নিয়ে দীর্ঘদিন জল্পনাকল্পনা চলছিল।
সেসময়ে শায়খ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ’র– “রিহলা ওয়া তলাবিল ইলম” আলোচনাটা চোখে পরে। তিনি ইলম অন্বেষণ সম্পর্কে ছাত্রদের পাথেয় বর্ণনায় ধারাবাহিক আলোচনা করছিলেন, এটা সেই আলোচনার অংশ। শায়খের ওয়েবসাইটে পুরো আলোচনা লিখিত আকারে ছিল। তাই মৌলিক গ্রন্থ প্রকাশের ইচ্ছা ছেড়ে অনুবাদ শুরু করি।
আলহামদুলিল্লাহ! রব্বুল কলমের লাখো কোটি শুকরিয়া, তার দেয়া সামর্থ্য ও প্রকাশকের তাড়াহুড়োতে দ্রুত বইটার কাজ শেষ করতে পেরেছি। এজন্য প্রকাশক ভাইজানের কৃতজ্ঞতা জ্ঞাপন অপরিহার্য।
আরেকটি বিষয় না বললেই নয়। যতবড় লেখক হোক বা অনুবাদক। এ-কথা বলতেই হয়, কোরআন শরীফ ছাড়া কোন গ্রন্থ-ই ত্রুটিমুক্ত নয়। তাই আমাদের কোন ভুল আপনার দৃষ্টিতে পরলে আশাকরি উত্তম উপায়ে জানাবেন। আমরা আগামী সংস্কারে সেটা পরিবর্তন করে দিব, ইনশাআল্লাহ।
দ্বিতীয় প্রকাশের কথা:
আলহামদুলিল্লাহ। প্রথম প্রকাশ শেষ হয়ে এখন দ্বিতীয় প্রকাশের মুখ দেখছে অধমের অনূদিত গ্রন্থ; নতুন সংস্করণে বর্ধিত অংশের কারণে নাম হয়েছে, ইলম অন্বেষণে সফর; পথ ও পাথেয়। বাস্তবিকপক্ষে এই বইয়ের অধিক মুখাপেক্ষী আমি নিজে। পাঠকের নিকট অনুরোধ থাকবে, এই কিতাবের মাধ্যমে উপকৃত হলে অধম ও মাজলুম শায়খ সালিহ আল মুনাজ্জিদের জন্য রব্বুল কদরের নিকট খায়রের ফায়সালা চাওয়ার।
মারুফ তাকী
[email protected]
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.