একি আমার সৌভাগ্য? শৈশবেই বইয়ের সাথে আমার এক গভীর সম্পর্ক তৈরী হয়ে যায়৷ তারপর থেকে আজ অব্দি কত যে বই সংগ্রহ করেছি, পড়েছি— বাংলা, আরবী, উর্দু, ইংরাজি— তার কি আর ইয়ত্তা আছে? সুনির্দিষ্ট সংখ্যা, সত্যি বলছি, আমার অজানা৷ ক’জনই বা অমন করে পঠিত বইয়ের নাম-পরিমাণ হিশেব করে রাখে!আমি তজ্জন্য বিশেষ কৃতজ্ঞ হিদায়াতুল্লাহ ভাইয়ের প্রতি৷ ক্লাশের বইয়ের বাইরেও যে পড়ার মতো বহু বই রয়ে গেছে তিনিই সম্ভবত প্রথম জানিয়েছিলেন আমাকে৷ আমার এমন বই প্রেমের প্রতি আরও একজনের অবদানের কথা মনে না করলে নয়— আমার জান্নাত আপা৷ কুষ্টিয়া ভার্সিটির ছাত্রী সংস্থার তুখোড় নেত্রী ছিলেন এক সময়; আমার বড় মামার ছোট মেয়ে৷ তিনি আমাকে নিয়মিত খোঁচাতেন বই পড়ার জন্য৷ দারুন সব বই পড়তে দিতেন তার সংগ্রহ থেকে৷ তার ঘরেই প্রথম দেখেছিলাম— দেয়াল সমান উঁচু করে বই সাজিয়ে রাখে কেউ! বছর কয়েক আগে এই জান্নাত আপার যখন বিয়ে হয়ে গেল আমি চোখের জলে ভেসেছিলাম, একদমই অকারণ৷এসব কথা বলছি আজ যে কারণে— তারা আমাকে দারুন সব বই পড়তে দিতেন সন্দেহ নেই৷ তারপরও আমার শৈশবের সেই কচি মন ভিন্ন কিছু বই খুঁজে ফিরত৷ যা আমাকে কখনও কাউকে এনে দিতে দেখিনি৷ একটু বড় হয়ে নিজেই যখন পছন্দ মতন বই কিনতে শুরু করলাম তখনও আমি ঠিক সেই বইগুলো খুঁজে পেতাম না— যেসব আমার তখনকার শিশুমন তালাশ করে বেড়াতো৷তখনকার অনুভূত সেই শূন্যতা থেকেই জায়নামাজের জন্ম৷ এখনকার শিশু যারা তাদের চিন্তার জগতে পরিবর্তন এসেছে, তারা আজ সেরকম ভাবে ভাবনা চিন্তা করে না যে ভাবনা সমূহে আমরা রাতদিন ভাবিত হতাম আমাদের শৈশবে৷ তাই চেষ্টা করেছি জায়নামাজে এখনকার শৈশব যাপনকারী শিশুদের চিন্তা জগতের প্রতিফলন ঘটাতে৷ কতটুকু পারলাম তা ছোট্ট পাঠকেরাই ভালো বলতে পারবে৷ছোট্ট বন্ধুদের জন্য জায়নামাজ আমার প্রথম উপহার৷ শিশু পাঠকদের জন্য আমি প্রত্যহ ভাবনা তাড়িত হই৷ তাদের জন্য কিছু করার তাড়না আমার লেখক জীবনের শুরু থেকেই অনুভব করছি৷ আমার চিন্তা এবং বোদ্ধা ব্যক্তিদের পরামর্শে আগামির রত্নদের হাতে ক্রমান্বয়ে সুন্দর কিছু তুলে দিতে পারব বলে বিশ্বাস করি৷ এ পথে সবার সৌহার্দপূর্ণ ভালোবাসা কামনা করি, প্রবলভাবে৷
বিষয়: শিশু কিশোরদের… #28
জায়নামাজ
লেখক : | আহমাদ সাব্বির |
---|---|
প্রকাশনী : | নাশাত |
বিষয় : | শিশু কিশোরদের বই |
125.00৳ Original price was: 125.00৳ .87.00৳ Current price is: 87.00৳ .
You save 38.00৳ (30%)
বই | জায়নামাজ |
---|---|
লেখক | আহমাদ সাব্বির |
প্রকাশক | নাশাত |
সংস্করণ | 1st Published, 2022 |
পৃষ্ঠা সংখ্যা | 64 |
দেশ | বাংলাদেশ |
আহমাদ সাব্বির
আহমাদ সাব্বির এই সময়ের তরুণ লেখক। তার জন্ম ১৯৯৬ সালে ১৪ জুলাই এবং জন্মভূমি মাগুরা সদরের হাওড় গ্রামে। পাইকগাছা প্রাথমিক বিদ্যালয় থেকে বেরিয়ে চলে আসেন খুলনায়। খাদেমুল ইসলাম মাদরাসা থেকে তিনি কুরআনে হাফেজ হন। স্বপ্ন-বিভোর কিশোর অবুঝ সম্মোহনে চলে আসেন যাদুর শহর ঢাকায়, বুঝে ফেলেন জীবন, প্রেম, প্রকৃতি আর মানুষের মধ্যকার সম্পর্কের রহস্য। অবশেষে গল্পের পথ ধরেন। পড়ালেখাও চলতে থাকে সমান তালে। ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে করতে ক্লাসিক সাহিত্যের পাঠও সেরে নেন। অল্পবয়সেই কথাশিল্পের চড়াই-উৎরাই পেরিয়ে এরই মধ্যে দু-দুটি মৌলিক বই লিখে শেষ করেছেন।
Related products
গুপ্ত ভান্ডারের উপত্যকা
মুহাম্মাদ সাখাওয়াত হুসাইন
TOONTOON BOOKS – LEVEL 1
ছোটোদের নবি সিরিজ
সামছুর রহমান ওমর
টুনটুন প্রি-টিন সিরিজ – ১ (সেট)
সানজিদা সিদ্দিকী কথা
টুনটুন বুকস – লেভেল ১
TOONTOON BOOKS – LEVEL 3
ছোটোদের আদব শেখার ১০০ হাদিস
জাভিদ আহমাদ খতিব
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.