সারসংক্ষেপ
পণ্যের বিবরণ
পর্যালোচনা (0)
লেখক
এই চেতনার ক্যানভাস
মাওলানা শরীফ মুহাম্মদ। আলেম, সাংবাদিক, আলােচক। শিক্ষাবিদ, গল্পকার, সম্পাদক, সমাজ বিশ্লেষক। এ গুণগুলাে তার ছিল এবং এখনাে আছে। তিনি যে একজন। ইতিহাসবিদ তা অজানাই থেকে যেত শাশ্বত চেতনার ক্যানভাস না পড়লে। এ গ্রন্থের পাতায় তিনি তাঁর দেখা ইতিহাসের অংশ তুলে ধরেছেন। নির্ভরযােগ্য। ইতিহাসবিদদের গবেষণাও স্থান দিয়েছেন তাঁর। অনুসন্ধিৎসায়। তিনি যেমন নিয়ে এসেছেন ইসলামের প্রথম যুগের ইতিহাস, হুদাইবিয়ার প্রসঙ্গ, বাদ পড়েনি বর্তমান। সময়ের বিবেককে নাড়া দিয়ে যাওয়া রােহিঙ্গা প্রসঙ্গও। আমাদের স্বাধীনতা সংগ্রাম, বিজয় নিয়েও বুদ্ধিবৃত্তিক। নির্দেশনা দিয়েছেন তার এ গ্রন্থে।
হুদাইবিয়া, কারবালা, বালাকোট, আন্দামান, মুর্শিদাবাদ হয়ে ঢাকায় এসে থেমেছে তার ইতিহাসের চাকা। দেওবন্দী। ওলামায়ে কেরাম, কওমী মাদরাসা, কওম তথা জাতির। পরিত্রাণের উদ্দেশ্যে তাদের মতিঝিলের শাপলায় সমাবেশ —এসব প্রসঙ্গেও রয়েছে তাঁর সুতীক্ষ্ম দৃষ্টি, গভীর বিশ্লেষণ। আমাকে বেশি মুগ্ধ করেছে দেশ-বিদেশের বিভিন্ন আলেম, ‘ গবেষক, সাংবাদিক ও সাহিত্যিকের সঙ্গে তাঁর। ‘ আন্তরিকতাপূর্ণ যােগাযােগ। তিনি সদালাপী। তিনি মুগ্ধ করতে পারেন শ্রোতাদের, পাঠকদের, এমনকি রাজনৈতিক। বােদ্ধাদেরও! তিনিও আবার মুগ্ধ হয়েছেন প্রথিতযশা বহু গুণী ব্যক্তিত্বের সান্নিধ্যে। তাদের থেকে বাছাই করা দশজন ব্যক্তিত্ব : হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত নূরুদ্দীন গওহরপুরী, খতীব উবায়দুল হক, মাওলানা মুহিউদ্দীন খান, * মুফতী আমিনী, আখতার-উল-আলম, হাসনাইন ইমতিয়াজ ‘ প্রমুখের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের বয়ান গ্রন্থটিকে সত্যিই শাশ্বত চেতনার ক্যানভাস করে তুলেছে। আমরা লেখককে আমাদের চেতনার ক্যানভাসে অমর করে রাখতে চাই তার ‘এ গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে।। রাহনুমা প্রকাশনী দেশের রাহবারদের এগিয়ে নিয়ে যাক। ‘ তাদের যত্নের প্রকাশনার মাধ্যমে। আলাহ কবুল করুন। লেখক, প্রকাশক, পাঠক—সবাইকে।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.