সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাদের স্বীয় অনুগ্রহে উম্মাতে মুহাম্মাদিয়ার অন্তর্ভুক্ত করে দীনে হানীফ দান করেছেন। হাজারােলাখাে দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কারণে আজ আমরা শ্রেষ্ঠ উম্মত, যার উসিলায় আমাদের প্রতিটি দিবসই মেরাজ দিবস। তাঁর পরিবারপরিজন, সাহাবী রাযি. ও অনুসারীগণের উপর আল্লাহর বিশেষ রহমত অবিরাম বর্ষিত হােক, যাঁদের রক্তিম ত্যাগের বিনিময়ে আজ দীনে ইসলাম অক্ষত অবস্থায় আমরা পেয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মুতাবেক দীন ইসলামের ভিত্তি বা মূল পাঁচটি জিনিসের উপর। ১. ঈমান, ২. নামায, ৩. রােযা, ৪. হজ্ব ও ৫. যাকাত। গুরুত্বের দিক দিয়ে ইসলাম ধর্মে ঈমানের পরই নামাযের অবস্থান। এ-কারণেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম যে বিষয় প্রশ্ন করা হবে তা হল, ‘নামায’।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.