জাগ্রত কবি
নয়া শতকের মুক্ত আকাশে উভল নরবি
একবিংশের দুয়ার কাঁপানাে জাগ্রত এক কবি।
যার কবিতার ছন্দ মুর্ছনাতে।
খানিক আশার ধ্রুবতারা জ্বালে তিমির আঁধার রাতে।
যার কবিতার ঘূর্ণিতে জাগে বিদ্রোহ-বিপ্লব
জ্বলে চেতনার সুপ্ত অগ্নিশিখা।
বাজে সত্যের প্রলয় ডঙ্কা রব।
কঁপে মিথ্যার উদ্ধত অহমিকা।
ভাসে ইতিহাস, সােনালী অতীত, বর্ণালী ঐতিহ্য
নাচে উল্লাসে চঞ্চলা মন, প্রাণের উন্মাদনা।
হেসে ওঠে প্রেম, হেসে ওঠে ভালােবাসা
কাদে ব্যথাতুর, বিরহের সুর, উদাসীন আনমনা।
এ যেন নতুন সূর্যোদয়ের মূর্ত প্রতিচ্ছবি।
একবিংশের দুয়ার কাঁপানাে জাগ্রত এক কবি।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.