মরিচিকাময় কবি
আমি শতাব্দীকাল পরে পরে আসি
তােমাদের এই ভীড়ে।
আমি আমাকে চেনার আগেই আবার
মহাকালে যাই ফিয়ে।
আমি উপহাস লয়ে অভিমানে মরি,
ইতিহাস হয়ে বাঁচি।
আমি ধরণীর দূরে চলে গিয়ে থাকি
হৃদয়ের কাছাকাছি।
আমি অন্তঃর্জ্যোতি দর্শনকামী
গুপ্ত সাধক-ধ্যানী
আমি প্রণয়-পিয়াসী, প্রলয়-বিলাসী
সুপ্ত-তত্ত্ব জ্ঞনী।
আমি সৃষ্টির রঙে স্রষ্টার আঁকা
রহস্য এক ছবি।
আমি কর্দম-জ্যোতি মিশ্রিত প্রাণ
মরিচিকাময় কবি।
Reviews
Reviews
Clear filtersThere are no reviews yet.